প্রকাশিত: Thu, Apr 6, 2023 4:35 AM
আপডেট: Tue, Jan 27, 2026 12:44 AM

ইউএনওদের ক্ষমতা খর্ব করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত

এম এম লিংকন: এরআগে উপজেলা পরিষদ আইনের ৩৩ ধারাটি বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তাতে ইউএনওদের উপজেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তার দ্বায়িত্ব পালনের ক্ষমতা খর্ব করা হয়েছিল। বুধবার  চেম্বার আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম এই ধারা বাতিল করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেন। 

গত ২৯ মার্চ বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ আইনের ৩৩ ধারাটি বাতিল করে রায় দেন। এতে উপজেলা পরিষদের কোনো কার্যক্রমও উপজেলা প্রশাসনের ব্যানারে হবে না বলে জানান আইনজীবীরা। তবে এক সপ্তাহের ব্যবধানে এই হাইকোর্টের দেয়া ওই রায় স্থগিত ঘোষণা করলেন চেম্বার বিচারপতি।

এর আগে ২০২১ সালের ১৬ অক্টোবর উপজেলা পরিষদ আইন ১৯৯৮-এর ধারা ১৩ (ক) ১৩ (খ) ও ১৩ (গ) কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন আদালত। পাশাপাশি, উপজেলা পরিষদে ইউএনওদের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ সংক্রান্ত উপজেলা পরিষদ আইনের ৩৩ ধারা কেন বাতিল করা হবে না, এ মর্মে আরও একটি রুল জারি করা হয়। 

ওই বছরের ১৫ জুন উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা খর্ব করে ইউএনওদের ক্ষমতা দেয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করা হয়। পটুয়াখালীর দশমিনা উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল আজিজসহ তিনজন উপজেলা চেয়ারম্যান ওই রিট দায়ের করেন।  সম্পাদনা : বসুনিয়া